সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামছে তামিমের কালান্দার্স

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপার লড়াইয়ে আজ মঙ্গলবার স্বাগতিক করাচি কিংসের মুখোমুখি হবে তামিম ইকবালের লাহোর কালান্দার্স। করাচিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। আজ যে দল জিতবে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলবে। একইসাথে পিএসএল পাবে নতুন চ্যাম্পিয়ন। কেননা আগের চার আসরের একবারও চ্যাম্পিয়ন তো দূরের কথা ফাইনালেও উঠতে পারেনি লাহোর কালান্দার্স কিংবা করাচি কিংস।

চলমান পিএসএলের ৫ম আসরের শুরুতে দল পায়নি বাংলাদেশের কেউ। কিন্তু টুর্নামেন্টের শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পান টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিজের নামের প্রতি সুবিচার না করতে পারলেও টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে ১৮ ও ৩০ রান করেছেন খান সাহেব।

গেল শনিবার টুর্নামেন্টের প্রথম এলিমিনেটর ম্যাচে পেশাওয়ার জালমির বিপক্ষে ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করেন টাইগার ওপেনার ব্যাটসম্যান। পরের দিন মুলতান সুলতানের বিপক্ষে শুরুটা ভালো করলেও শেষ অবদি থামেন ৩০ রান করে। তার ২০ বলের ইনিংসে ৫টি চারের মার ছিলো।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন