শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

করোনায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২২১২

গেজেট ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এটি সাম্প্রতিককালে একদিনে সবোর্চ্চ মৃত্যুর ঘটনা। যখন করোনার দ্বিতীয় ঢেউ’র শঙ্কা করা হচ্ছে, এমন পরিস্থিতি মৃত্যের সংখ্যা বৃদ্ধি পেলো। এনিয়ে কোভিড-১৯ এ মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬ হাজার ২৫৪ জনে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২১২ জনের। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন