খুলনার ডুমুরিয়া রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে ডুমুরিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ডুমুরিয়া থানা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক। বুধবার তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গেল বছরের জুন মাসে থানা বিএনপি’র নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের পাশে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশের শেষে বিএনপি নেতৃবৃন্দ বাড়ি ফিরে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসী হামলার শিকার হন। ওই হামলার নেতৃত্বে ছিলেন তিনি। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থানা বিএনপি’র একজন সদস্য ডুমুরিয়া থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। ইউপি চেয়াম্যান তৌহিদ এ মামলার এজাহার নামীয় এক নং আসামি। তিনি আগষ্টের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। মঙ্গলবার তার অবস্থান জানতে পেরে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আরও অভিযোগ রয়েছে বলে তিনি আরও জানান।
উল্লেখ্য, গত বছরের ২৮ জানুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলকা থেকে ধর্ষণের শিকার হওয়া নারীকে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং উপস্থিত সাধারণ মানুষের সামনে থেকে ফিল্মী কায়দায় অপহরণ করে নেয় উপজেলা চেয়ারম্যান গাজী এজাজের বাহিনী। যার নেতৃত্ব দিয়েছিলেন গাজী তৌহিদ।