মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জেলা প্রশাসক অ্যাওয়ার্ড বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

তথ্য বিবরণী

প্রথমবারের মতো জেলা প্রশাসক অ্যাওয়ার্ড-২০২৫ বিতর্ক প্রতিযোগিতা আজ (মঙ্গলবার) সকালে খুলনা জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণতন্ত্রকে জোরালো করতে চাই, তা করতে হলে বিতর্কের বিকল্প আর কি আছে। বিতর্কই পারে উন্নয়ন ও গণতন্ত্রের আস্থাকে শক্তিশালী করতে। এই চিন্তা থেকেই নতুন প্রজন্মের মধ্যে বিতর্কের চেতনাকে সম্প্রসারিত করতে ও ছড়িয়ে দিতে চাই। বিতর্কের মূল চেতনা ধারণ করে সমাজ, যুক্তি, মুক্তি, বুদ্ধিবৃত্তিক একটি সমাজ গড়ে তুলতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা মেধাকে শানিত করবে এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আশা করি।

খুলনা জিলা স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোল্লা মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল হক ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম।

তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের মহানগরের আটটি এবং উপজেলা পর্যায়ের নয়টি বিদ্যালয়ের প্রায় ৫৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন