খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও ৭ দিন সময় দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সভাপতি এবং কুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেমের আবেদনের প্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৮তম (জরুরী) সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করে তাদের ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। গতকাল ছিল প্রতিবেদন দাখিলের শেষ দিন। গতকালই সময় বৃদ্ধির আবেদন করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করে।
খুলনা গেজেট/এএজে



