বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নড়াইল জেলা স্টেডিয়ামে সোমবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর সেমিফাইনালে যশোর জেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে সাতক্ষীরা জেলা দল।
সেমিফাইনাল খেলায় যশোর জেলা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬২ রান করে। সাতক্ষীরা জেলার তামিম ৫টি উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে মাত্র ৯ ওভারে ২টি উইকেট হারিয়ে ৬৫ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৮ উইকেটে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে