কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের খুলনা সম্বনিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র।
মামলার আসামিরা হলেন পাউবোর যান্ত্রিক ওয়ার্কশপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন বাবুল ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলী রায়হান আলী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পাউবোর খুলনা যান্ত্রিক বিভাগের অধীনে একটি কাজ সম্পন্ন না করে বিল উত্তোলনের অভিযোগ তদন্তে ৪ সদস্যের একটি টিম গঠন করে দুদক। তারা গত ২১ জানুয়ারি নগরীর জোড়াগেটে অবস্থিত যান্ত্রিক ওয়ার্কশপ উপ বিভাগ পরিদর্শন করে দেখতে পান দরপত্রের ৭টি কাজ শেষ হয়েছে মর্মে ৩২ লাখ ৯৬ হাজার টাকার চূড়ান্ত বিল জমা দিয়েছেন। কিন্তু বাস্তবে ২ লাখ ৯ হাজার টাকার কাজ পাওয়া গেছে। এর আগে তারা ১৫ লাখ টাকার বিল তুলে নিয়েছেন। অর্থাৎ কাজ না করেই ১২ লাখ ৯০ হাজার টাকা বিল তুলে আত্মসাৎ করা হয়েছে এবং ১৭ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের প্রচেষ্টা চলছিল।
খুলনা গেজেট/হিমালয়