শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ইটিই বিভাগকে ইইই’তে রুপান্তরের দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগকে ইইই বিভাগে রুপান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ইটিই, এপিইসিই এবং ইসিই বিভাগকে ইইই বিভাগে রুপান্তর করা হলেও দীর্ঘ দিনের দাবি থাকা সত্বেও এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে এখনো ইটিই বিভাগকে ইইই বিভাগে রুপান্তর করা হয়নি। দ্রুত দাবি মেনে নিয়ে ইটিই বিভাগকে ইইই বিভাগে রুপান্তর করে তাদের ক্লাসে ফেরানোর দাবি জানান।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচী আয়োজন করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন