ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টূর্নামেন্টের খুলনার ২টি ম্যাচই ড্র হয়েছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে দুই দিনের ম্যাচের আজ শেষ দিন রংপুর ও বরিশালের মধ্যকার খেলাটি ড্র হয়েছে।
প্রথম ইনিংসে রংপুর প্রথমে ব্যাট করতে নেমে ৬০.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বরিশাল ৫২.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান করতে সমর্থ হয়। দ্বিতীয় ইনিংসে রংপুর ব্যাট করতে নেমে ৬৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭৮ রান করলে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়।
অপরদিকে খুলনা জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তরের মধ্যকার দুই দিনের ম্যাচটিও ড্র হয়েছে। প্রথম ইনিংসের প্রথম দিন ব্যাট করতে নেমে ঢাকা উত্তর ৮১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ১১ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৯ রানে প্রথম দিন পার করে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ৯০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে ইনিংস ডিক্লিয়ার করে।
প্রথম ইনিংসে চট্টগ্রাম ব্যাট করতে নেমে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। জবাবে ঢাকা উত্তর ৪৪.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫১ ওভারে ৪ উইকেটে ১১৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়।
খুলনা গেজেট/এমএম