বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের সেমি-ফাইনালে জয়লাভ করে ফাইনালে উঠেছে খুলনা জেলা দল। রবিবার (২৩ ফেব্রুয়ারি) নড়াইল জেলা স্টেডিয়ামে খুলনা জেলা দল ৩ উইকেটে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে।
কুষ্টিয়া জেলা দল প্রথমে ব্যাট করে ৩৮.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। দলের পক্ষে তাসকিন আহম্মেদ সর্ব্বোচ ৩৭ রান করে। খুলনা জেলার ফারহান ইফাজ ইফতি ৩৮ রানে ৫ উইকেট এবং ওমর ফারুক ২৫ রানে ৩ উইকেট লাভ করে।
জবাবে খুলনা জেলা দল ৪৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে জয়লাভ করে। দলের পক্ষে আহনাফ জামান মর্ম সর্বোচ্চ ৪১ রান করে। কুষ্টিয়া জেলার ফুয়াদ রহমান ২০ রানে ২ উইকেট লাভ করে।
খুলনা গেজেট/এমএম