খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও চিকিৎসাধীন অবস্থায় বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে দলটির মহানগর কমিটি। আগামী ২৫ ফেব্রুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে খুলনা মহানগর বিএনপি এ কর্মসূচি ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে নগর বিএনপির সদস্যসচিব শাফিকুল আলম তুহিন বলেন, কুয়েটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘একটি গুপ্ত সংগঠনের’ কার্যক্রম রয়েছে। অথচ ছাত্রদল কর্মকাণ্ড পরিচালনা করতে গেলেই তাদের যত বিপত্তি। এখানেও বৈষম্য।
তিনি বলেন, বিএনপির তিস্তা কর্মসূচি আড়াল করার জন্য পরিকল্পিতভাবে ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে। ভিসির ওপর হামলা করে আহত করা হয়েছে। সম্মানিত শিক্ষকের উপর হামলা করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বিএনপির যে পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তারা অসুস্থ ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়। এ জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি কেএমপি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিএনপির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিএনপি নেতা সম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, ফখরুল আলম, আবুল কালাম জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএম