রূপসায় পায়ে শিকল পরিয়ে ইট ভাটা শ্রমিককে নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের চরশ্রীরামপুর ও নন্দপুর এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মুরাদ ফকির (৩৬) ও মোঃ ফয়সাল (৩২)। এসময় ভিকটিমকে নির্যাতনের সময় ব্যবহৃত লোহার শিকল ও তালা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এনবিআই ব্রিকস এর ইট ভাটার শ্রমিক হিসাবে কাজ করে। গত ১৮ জানুয়ারি ইট ভাটায় কাজ করে রাতে শ্রমিকদের থাকার জায়গায় অবস্থানকালে আনুমানিক সাড়ে ৯টার সময় গ্রেপ্তারকৃতরা ভিকটিমকে হঠাৎ করে অকথ্য ভাষায় গালি দিতে দিতে তার পায়ে ও হাতে লোহার তৈরি শিকল ও তালা দিয়ে ঘরের মধ্যে ফেলে রাখে এবং নির্যাতন করে। লোহার শিকল পরিহিত অবস্থায় তারা ভিকটিমকে উক্ত ইট ভাটায় কাজ করায় এবং রাতে শিকল পরা অবস্থায় শ্রমিকদের সাথে ঘুমাতে বাধ্য করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয়, ভীতি ও হুমকি প্রদর্শন করে।
গত শুক্রবার স্থানীয় লোকজন পায়ে শিকল পরিয়ে ইট ভাটা শ্রমিককে নির্যাতনের বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক কিসমত ক্যাম্প পুলিশ শিকলের তালা কেটে ভিকটিমকে উদ্ধার করে।
এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা রুজু হয়েছে।
খুলনা গেজেট/এনএম