ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টূর্নামেন্টের আজ খুলনায় দুটি ম্যাচ চলছে। দুই দিনের এই ম্যাচের প্রথম দিন শনিবার (২২ ফেব্রুয়ারি) খুলনা জেলা স্টেডিয়ামে রংপুর বিভাগ ও বরিশাল মুখোমুখি হয়েছে।
প্রথম ইনিংসের প্রথম দিনে ব্যাট করতে নেমে রংপুর ৬০.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে। জবাবে বরিশাল ৩৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রানে ব্যাট করছে। সমতায় ফিরতে বরিশালকে এখনও ৬২ রান করতে হবে।
অপরদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ইনিংসে চট্টগ্রাম ব্যাট করতে নেমে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। জবাবে ঢাকা উত্তর ৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯ রানে ব্যাট করছে। সমতায় ফিরতে ঢাকা উত্তরের এখনও ২২৪ রান করতে হবে।
খুলনা গেজেট/এএজে