খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার শনিবার (২২ ফেব্রুয়ারি) ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় পরিসংখ্যান ডিসিপ্লিন ৮৪ রানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনকে পরাজিত করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে পরিসংখ্যান ডিসিপ্লিন ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ১৯.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৭৩ রান করতে সমর্থ হয়।
অপর খেলায় ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ৪ উইকেটে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ২০ ওভারে সব উইকেট উইকেট হারিয়ে ১১৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।
খুলনা গেজেট/এএজে