মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে মোঃ সোহেল শেখ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রূপসার তালিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার হেফাজত হতে একটি লোহার হাসুয়া, একটি লোহার প্লাচ, একট ছোরা, একটি রাবারের টিউব, একটি ছেনি, একটি চাইনিজ কুড়াল, একটি কাপড়ের ব্যাগ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মোঃ সোহেল শেখসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রাম এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলো। কিন্তু কিসমত খুলনা ক্যাম্প পুলিশের টহল টিম সেখানে উপস্থিত হওয়ায় তাদের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় এবং পালানোর সময় পুলিশ মোঃ সোহেল শেখকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সহযোগী অন্যান্য আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন