শিক্ষা-অধিকার-প্রগতি-এর পতাকাবাহী দেশের শিক্ষার্থীদের পক্ষে সকল যৌক্তিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর শিববাড়িস্থ বাংলাদেশ পুস্তক সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের খুলনা মহানগরের সভাপতি সাব্বির রহমান শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের পরিষদের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জিহাদুল ইসলাম ইউসুফ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা জেলা’র সভাপতি রাজু হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটি’র সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম শুভ।
বক্তৃতা করেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি জি এম আজিজুল ইসলাম, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক জি এম রোকনুজ্জামান, গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজ, যুব অধিকার পরিষদ খুলনা জেলার সভাপতি মইনুল ইসলাম লিটন, বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা জেলার সভাপতি আরিফুল ইসলাম কাসিম, যুব অধিকার পরিষদ, খুলনা মহানগরের সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিজ রুবেল, তরিকুল ইসলাম, রুবাইয়া জাহান উর্মি, ওমর ফারুক, আরাফাত হোসেন, ফারদিন আহমেদ, সালেহ উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন, তাজউদ্দিন, আবির, সোবহান, ফারহানসহ খুলনা জেলা ও মহানগর ছাত্র অধিকার পরিষদের দু’ শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধায়ন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন মুন্না ও খুলনা জেলার সাধারণ সম্পাদক জাহেদ আহম্মেদ রুবেল।
আলোচনা সভায় অতিথিরা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। জন্মের শুরু থেকেই শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। এখনও তাদের দোসরা আশেপাশে আছে। তাদের প্রতিহত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
অতিথিরা আরও বলেন, শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসঙ্গত সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে। কেক কাটা ও আলোচনা সভা শেষে খুলনা মহানগরীতে আনন্দ শোভাযাত্রা বের হয়।
খুলনা গেজেট/এএজে