মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অধ্যাপক এম এ মান্নান বাবলুর আম্মার ই‌ন্তেকাল

গেজেট ডেস্ক

সার্ক মানবা‌ধিকার ফাউ‌ন্ডেশন, খুলনা মহানগর ক‌মি‌টির সাধারণ সম্পাদক এবং খুলনা পাব‌লিক ক‌লে‌জের সহ‌যো‌গি অধ্যাপক এম এ মান্নান বাবলু’র আম্মা মমতাজ বেগম (৭৫) শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০.৪৫ টার দিকে চি‌কিৎসাধীন অবস্থায় ঝালকা‌ঠিতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জোহরবাদ দুপুর ২ টায় ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামের নিজস্ব বাড়ির আঙিনায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃতকালে তিনি ৪ ছেলে- এম. এ. মান্নান বাবলু, সৌদি প্রবাসী মনির হোসেন রাজু, নলছিটি কুলকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য ও সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মাহাবুব হাসান বাচ্চু, এবং হাফেজ মেহেদী হাসান তুহিন, এক মেয়ে কুমকুম বেগম, মেয়ের জামাতা সামসুর রহমান শাহিন মোল্লা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমায় আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

মরহুমার আত্মার মাগ‌ফিরাত কামনা এবং শোক সন্তপ্ত প‌রিবা‌রের সদস্যদের প্রতি গভীর সম‌বেদনা জানি‌য়ে‌ছেন সংগঠ‌নের মহাস‌চিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আ‌বেদ আলীসহ খুলনা মহানগর ক‌মি‌টির নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এএজে/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন