‘ভালোবাসা দিবস’

কবি মহরম হাসান মাহিম

ভালোবাসা হলো এক অসমাপ্ত উপন্যাস,
যার কোনো শেষ নেই।

এটা এমন একটা অনুভূতি,
যা এক এক জনের কাছে,
এক এক রকম হয়ে সংজ্ঞায়িত হয়ে থাকে।

আমরা যতই নিজেকে,
শক্ত বলে প্রকাশ করি না কেনো।
দিন শেষে কিছু না কিছু একটা,
আঁকড়ে ধরে রাখার প্রবল ইচ্ছে,
থেকেই যায় সবার মনে।

কেউ এটাকে অনুভূতি বলে,
কেউ আস্থা, কেউ ভরসা, কেউ বিশ্বাস,
কেউ মায়া, কেউ’বা প্রেম।
ব্যখ্যা যাই হোক না কেনো,
এই স্পর্শ কাতর ব্যাপারটা,
জীবনের প্রতিটি অধ্যায়ে,
ওতোপ্রোতো ভাবে মিশে থাকে।

তবে সব কিছুর পরেও,
ভালোবাসা হোক ভালো রাখার।
ভালোবাসা হোক হাসি মুখে জীবনটাকে,
আরো কিছুটা অধ্যায় বাড়িয়ে তোলার

ভালোবাসা হোক!
সুন্দর, সাবলীল, সম্মানের।
বুকের বা পাশে চামড়া ও পাজরের আবৃত,
হৃদ স্পন্দন হোক ভালোবাসার অন্তিম শব্দ।

আজ ভ্যালেন্টাইন্স ডে।
সমাজের একগুচ্ছ মানুষের কাছে,
এই ব্যাপারটা একটু বাড়াবাড়ি,
কারো কারো কাছে ন্যাকামোও বটে।

তবে আমরা যদি এই দিনটিকে,

নিদিষ্ট একটা বিশেষ দিন হিসেবে ধরে নিই,
তবে কি খুব বেশি বাড়িয়ে বলা হয়ে যাবে।

ভালোবাসা তো নিজেই,
একটা অদৃশ্য পবিত্র ধর্ম।
আর আজকের দিনটা!
না হয় হোক ভালোবাসা দিবস।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন