খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি এর পৃষ্টপোষকতায় “এবি ব্যাংক সিরাজ স্মৃতি তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫” এর রেলিগেশন ফোরের খেলায় ভিক্টোরী ক্রিকেট একাডেমী ৮৯ রানে টুটপাড়া বয়েজ ক্লাবকে পরাজিত করে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা জেলা স্টেডিয়ামে টুটপাড়া বয়েজ ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ভিক্টোরী ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুবায়ের হোসাইন ১০৯ এবং মোঃ মামুন ইসলাম ১০৪ রান করে।
টুটপাড়া বয়েজ ক্লাবের শাওন ৪৭ রানে ৩ ইউকেট লাভ করে। জবাবে টুটপাড়া বয়েজ ক্লাব ব্যাট করতে নেমে ৩৬ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানভীর বাপ্পী সর্ব্বোচ ৭৬ রান করে। ভিক্টোরী ক্রিকেট একাডেমীর রাকিবুল হাসান ৪৪ রানে ৩ উইকেট লাভ করে।
খুলনা গেজেট/এম মিলন