খুলনায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন পিরোজপুরের মিসেস আকলিমা নামের এক গৃহবধূ। বুধবার খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এই চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে। অপারেশনের পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় আনন্দিত তার পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা বলেন, ৪ সন্তান জন্ম দিয়েছে আকলিমা। এতে আমরা খুশি। সবাই সুস্থ রয়েছে।
মিসেস আকলিমার স্বামী সুজন কাজী একসাথে চার সন্তান পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবজাতকদের পেয়ে আনন্দিত গৃহবধূ আকলিমাও।
গৃহবধূ আকলিমা বলেন, আমি ভালো আছি। হাসপাতালের ডাক্তার ও নার্সদের আচরণে খুব খুশি।
চিকিৎসকরা জানিয়েছেন, একসাথে চার সন্তানের জন্ম খুবই বিরল এবং এ ক্ষেত্রে মা ও নবজাতকরা সম্পূর্ণ সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়। এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের প্রধান, ডা. আমিনা জান্নাত পিয়া ও তাঁর চিকিৎসক দল।
খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব্স এন্ড গাইনী বিভাগ) ডা: আমিনা জান্নাত পিয়া বলেন, আকলিমার এটি দ্বিতীয় পেগন্যান্সি। সে জানতো যমজ বাচ্চা পেটে। যখন আসছে তখন ব্যথায় কষ্ট পাচ্ছিল। বাচ্চা ছিল উল্টা পজিশনে। যার জন্য এমাজেন্সিতে তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নি। সবকিছু ম্যানেজ করে অপারেশন শুরু করি। অপারেশন করে পর পর চারটি বাচ্চা ডেলিভারি করা হয়। প্রতিটা বাচ্চাই উল্টা পজিশনে ছিল। হাসপাতালের সব বিভাগ মিলে মা এবং বাচ্চাদের সুস্থ রাখতে কাজ করেছি। আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো ও সুস্থ আছে।
খুলনা গেজেট/এম মিলন