শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

জাতীয় স্কুল ক্রিকেট: গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

তারুন্যের উৎসব উদযাপনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে আজ গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৩ উইকেটে খুলনা জিলা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খুলনা জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে খুলনা জিলা স্কুল ৪২.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪২ রান করে।

জবাবে গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৩৬.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক খুলনার ভিপি এন্ড রিজিওনাল হেড তারিকুল হাসান তুষার, জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল হোসেন হাওলাদার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মে‌হে‌দি হাসান রোহান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংকের সহযোগিতায় এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

খুলনা গেজেট/এম মিলন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন