শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

খুবি আন্ত:ডিসিপ্লিন ক্রিকেট: পরিসংখ্যান, ফিজিক্স ও বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার আজ ৩ খেলা অনুষ্ঠিত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় পরিসংখ্যান ডিসিপ্লিনি ৩ উইকেটে ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে পরিসংখ্যান ডিসিপ্লিনি ৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।

দুপুরে দ্বিতীয় ম্যাচে ফিজিক্স ডিসিপ্লিন ৮ উইকেটে ইংরেজি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ইংরেজি ডিসিপ্লিন ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ম্যাথমেটিকস ডিসিপ্লিন ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।

বিকালে তৃতীয় ম্যাচে বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন ২৯ রানের ব্যবধানে এডুকেশন ডিসিপ্লিনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে এডুকেশন ডিসিপ্লিন ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩ রান করতে সমর্থ হয়।

খুলনা গেজেট/এম মিলন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন