পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় খালাস পেয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদের পতন না হলে আমি আজ এ মামলা থেকে খালাস পেতাম না।
সোমবার সিএমএম আদালত প্রাঙ্গণে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে বিচার বিভাগ আওয়ামী লীগের এক্সটেনশনে পরিণত হয়েছিল। আমার বিরুদ্ধে যে হাস্যকর ভুয়া মামলা দায়ের করা হয়েছিল, এ মামলা তো জজের প্রথম দিনই ছুড়ে ফেলা উচিত ছিল। আমি শেখ হাসিনা পুত্র জয়কে আমেরিকায় নাকি কিডনাপের চেষ্টা করেছি। এটা কোথায় বসে করেছি, জেলাখানায় বসে করেছি। এ মামলার বিষয়ে আমার বিন্দুমাত্র সম্পর্ক ছিল না। আমি জানতামই না। হাসিনা এ মামলা দিয়েছিল আমাকে দীর্ঘদিন জেলে রাখার জন্য।
মাহমুদুর রহমান বলেন, দেশে আইন আছে, বিচার আছে, গণতন্ত্র আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে সে দেশে প্রথমই এ মামলা রিজেক্ট হয়ে যেতো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, তাই আমি বিদেশ থেকে এসে সালেন্ডার করেছি। আদালতে মামলা করে আজকে আমি রায় পেয়েছি। আমাকে আদালত মামলায় খালাস দিয়েছে।
তিনি বলেন, আমি আশা করবো বর্তমান সরকার নয়, ভবিষ্যতে যারা গণতান্ত্রিকভাবে সরকারে আসবে তারাও যেন বিচার বিভাগে হস্তক্ষেপ না করে। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে থাকে। এখানে যারা জজ নিয়োগ পাবেন, তাদের যেন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়- এটাই আমাদের স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা।
খুলনা গেজেট/এনএম