খুলনায় শেখ বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা এই ঘটনাকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার অফিসিয়াল পেইজ এবং যুগ্ন আহবায়ক মহরম হাসান মাহিমের ভেরিফাইড আইডিতে শেয়ার করা ৬ ফ্রেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে দেওয়া এই বিবৃতিতে বলা হয়,
এতদ্বারা জানানো যাচ্ছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী শুভ্যানুধ্যায়ী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি যে ৫ই ফ্রেব্রুয়ারি দুর্নীতির অভয় অরেণ্য খ্যাত কিবলা “খুলনার শেখবাড়ি” ছাত্র-জনতা মাটির সাথে মিশিয়ে লীন করে দিয়েছে।
সাম্প্রতিক সময়ে শেখবাড়ি নিয়ে উদ্ভূত ঘটনাপ্রবাহের ফলে দেশে অস্থিরতা দেখা দিয়েছে। যার ফলে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা ও জনজীবনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা সহিংসতা করে না। যদি কেউ করে সে দ্বায়ভার আমাদের না। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম ও বিবেচনার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই।
আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করছি কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনুন।
বার্তাপ্রেরক মহরম হাসান মাহিম বলেন, শেখ পরিবার এ দেশের মাটিতে গরীবের রক্তচুষে অঢেল সম্পদের মালিক হয়েছে। এমন আকামের ভাগিদার নাই যা এই শেখ বাড়ি করেনি। ছাত্র-জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
খুলনা গেজেট/এনএম