খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র আইনজীবী ও সিটি ল’ কলেজের সাবেক অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ (৯০) শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল আটটায় গগন বাবু রোডস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
তার নামাজে জানাজা ট্যাংক রোড মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হবে। বার কাউন্সিল থেকে অবসর নেওয়ায় রেফারেন্স হবে না তবে বেলা একটায় আইনজীবী সমিতির ১নং হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, খুলনার কয়রা উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। ১৯৬৪ সালে আইন পেশা নিয়ে খুলনা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং নিজেকে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রাখেন। তিনি খুলনা লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি। জাতীয় রবিন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখা, শিল্পী আবিদ স্মৃতি পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, খুলনারও তিনি দীর্ঘকাল সভাপতির দায়িত্ব পালন করেছেন। খুলনা শিশু হাসপাতাল, নাটাব, ডায়াবেটিসসহ আরও বহু সেবামূলক প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের তিনি পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তার স্ত্রী মন্জুরা আহমেদ গত কয়েকমাস আগে মৃত্যুবরণ করেন। এক কন্যা কাকন বৈবাহিক সূত্রে চট্টগ্রামে বসবাস করেন।
খুলনা গেজেট/এনএম