বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

রামপালে আ’লীগ-ছাত্রলীগ বিরোধী বিক্ষোভ সমাবেশ

রামপাল প্রতিনিধি

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রামপালে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাসস্টান্ড থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার যুগ্ন আহবায়ক খালিদ হাসান নোমানের নেতৃত্বে সাব্বির হোসেন তায়েব নুর সহ অনেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় তারা উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ করেন।

তারা চলে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা আওয়ামীলীগ পরিত্যাক্ত অফিসের সামনের অংশ ভাংচুর করে। এরপরে বিক্ষুব্ধ জনতা সাবেক উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের বাড়ীতে ঢুকে ভাঙচুর করে। এ সময় পলাতক স্বৈরাচার হাসিনার কোন কর্মকাণ্ড রামপালে করার চেষ্টা করা হলে তাদের উৎখাত করা হবে বলে ঘোষণা দেয় বিক্ষুব্ধ জনতা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন