Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সড়ক দুর্ঘটনার চার দিন পর সিয়ামের মৃত্যু

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সুমি আক্তারের মর্মান্তিক মৃত্যুর ৪দিন পর খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন স্বামী সিয়াম খান’র (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রয়ারি) সন্ধ্যায় সিয়ামের পারিবার এ খবর নিশ্চিত করেছেন।

জানাগেছে, গত ১ ফেব্রয়ারি বিকেল সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের এলাকায় শরণখোলা থেকে ঢাকা গামী জিএমএস পরিবহনের গাড়িটি বিপরীতমুখী চাপা দিলে ইজিবাইকে থাকা ৪ জন যাত্রীর মধ্যে সুমি বেগম (৩৬), ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ঘটনাস্থলে মারা যান। বাকি গুরুত্বর আহত সিয়াম খান ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিন সিয়াম খান শশুরবাড়ি বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রাম থেকে স্ত্রী সুমি আক্তার ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার শ্যালক ইজিবাইক চালক মজনু মোল্লাকে নিয়ে নিজ বাড়ি শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে একটি ইজিবাইকে করে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনার স্বিকার হন তারা। ওই দুর্ঘটনায় গুরুত্বর আহত সিয়াম খান চিকিৎসার ৪দিন পরে মৃত্যু হয়েছে। তবে, তাদের ৩ মাসের শিশু কন্যা মিলি এখন কিছুটা সুস্থ্য রয়েছে বলে নানা কালাম মোল্লা জানিয়েছেন।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন