খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ব্যাপক ভাঙচুরের পর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন
  রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম সুন্দরবন টাইগার্স, দ্বিতীয় জয় মা কালী ও তৃতীয় মোবাইল দল

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

ক্রীড়া প্রতি‌বেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। আজ ০৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত পরিচালক) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। আরও বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনকে ২০ রানে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন। এছাড়া দিনের অন্যান্য খেলায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ৪৯ রানে স্থাপত্য ডিসিপ্লিনকে এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ৭ উইকেটে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনকে পরাজিত করে।

খুলনা গেজেট/এম মিলন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!