খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ইসলামকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি
  বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক

সুন্দরবন কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

গেজেট ডেস্ক 

খুলনায় সরকারি সুন্দরবন আর্দশ কলেজে ২ দিনের নববর্ষ প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উদ্বধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের ঘোষণা করেন আয়োজকরা। সরকারি সুন্দরবন কলেজ ক্যাম্পাসে নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ শুরু হয়।

আয়োজকরা জানান, ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইসলামী ছাত্র শিবিরের সুন্দরবন কলেজের সভাপতি ইমরান হোসেন । এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সুন্দরবন কলেজের সাবেক সভাপতি মো. মোজাহিদুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে মো. মোজাহিদুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের পর সরকারি সুন্দরবনব কলেজ তথা সব জেলায় কেন্দ্রীয় উদ্যোগে নববর্ষ বই উৎসব ২০২৫ সার্কুলারের আলোকে খুলনা মহানগরীর সুন্দরবন কলেজ এব আয়োজন করতে পেরেছে। ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরী শাখা সুন্দরবন কলেজের যে বই উৎসবের আয়োজন করা হয়েছে আমরা লক্ষ্য করেছি এখানে অনেক সাধারণ ছাত্র সমাজের হৃদয়ে ছাত্র শিবির স্থান করে নিয়েছে।

সুন্দরবন কলেজের সভাপতি বলেন, ‘আপনারা জানেন ১৫-১৬ বছরে ইসলামী ছাত্র শিবিরের নামে যে অপপ্রচার চালানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের পর আমরা সেটি যে অপপ্রচার তা জানানোর জন্য বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগরীর এইচ আর ডি সম্পাদ সেলিম বিন আব্দুস সালাম, আইন সম্পাদক আব্দুর রশিদ, রিয়াদ, হোসাইন, তরিকুল,ইয়াছিন, আব্দুর রহমান, শিহাব প্রমূখ।

-খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!