Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোরেলগঞ্জে গ্রীল কেটে প্রবাসির বাড়িতে ডাকাতি

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৪টার দিকে পৌরসভার সোলমবাড়িয়া গ্রামের ইটালি প্রবাসি মো. রুবেল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতরা প্রথমে ভবনের জানালার গ্রীল কেটে ঘরে ঢোকে। পরে ঘরের ৩টি রুমের দরজা ভেঙ্গে একটি কক্ষে থাকা প্রবাসি রুবেল শেখের মা মহিমা বেগম(৫৫) ও খালাতো বোন তাবাস্সুম আক্তারকে(১৩) বেধে সবকিছু তছনছ করে ১৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি কম্বল হাতিয়ে নেয় বলে জানান মহিমা বেগম।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান ডাকাতির কথা নিশ্চিত করে বলেন, ওই বাড়ির আসেপাশে কোন ঘর ও বাড়িটিতে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতেরা নির্বিঘ্নে মূল্যবান মালামাল হাতিয়ে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন