Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুষ্টিয়ায় তামাক ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার মিরপুর থেকে মঈন উদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ধলসা গ্রামের একটি তামাক ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঈন উদ্দিন স্থানীয় ধলসা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একদম রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেল নামে এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলে আসছিল। সোমবার রাত ৯টার দিকে রাসেল তার ভাই মঈন উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মঙ্গলবার সকালে এলাকার মানুষ মাঠে কাজ করতে গিয়ে মঈন উদ্দিনের মরদেহ দেখে আমাদের খবর দেয়। রাসেল তার ভাইকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে দাবি করে বিচার চান মিলি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সকালে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে একটি তামাকের ক্ষেত থেকে মঈন উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন