Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রুপপুরের মালামালসহ মোংলায় ভিড়েছে ৩টি বাণিজ্যিক জাহাজ

মোংলা প্রতিনিধি

একদিনে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে তিনটি বিদেশী বাণিজ্যিক জাহাজ। একটি বার্জসহ পোর্ট লিমিটের বিভিন্ন পয়েন্টে ১৭টি বিদেশী জাহাজ অবস্থান করছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা বন্দরের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান মুন্সি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিঙ্গপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত এ বন্দরে মোট ৭৪ টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসকল জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্য সামগ্রী, রিকন্ডিশন গাড়ী ইত্যাদি পন্য খালাশ- বোঝাই হয়েছে।

জেটিতে আগমন তিনটি জাহাজের মধ্যে পানামা পতাকাবাহী জাহাজ M.V. KS রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি বন্দরের ৯নং জেটিতে ভিড়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী M.V. Maersk নামক জাহাজটি বন্দরের ৭ নং জেটিতে ভিড়েছে। ভারতের পতাকাবাহী M.V. Zaira নামক জাহাজটি বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে এবং পানামা পতাকাবাহী M.V. Batam Star নামক জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন