শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের মাস্ক বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিট।

আজ রবিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিট কার্যালয়ের সামনে থেকে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করা হয়।পরে কোর্ট চত্ত্বর, লঞ্চঘাট, বাসষ্ট্যান্ড, চৌরঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কাযর্ক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের সম্পাদক সিকদার নূর মোহাম্মদ দুলু, সদস্য আকবর আলী, রাজিউদ্দিন খান, যুব রেড ক্রিসেন্টের কর্মকর্তা শেখ নামিসুল গনিসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন