এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মন্টু গাছি (৩৮) গুরুতর জখম হয়েছেন। তার দুটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রামের কাঁটাবন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মন্টু গাছিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি দিঘলিয়া উপজেলার চন্দনিমহল কাটাবন এলাকার জনৈক ইয়াদ গাছির ছেলে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শামীম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭ টার দিকে মন্টু গাছি চা খাওয়ার জন্য চন্দনীমহল কাটাবন এলাকার জনৈক নারদের দোকানে আসে। এর কিছুক্ষণ পর ওই দোকানে প্রবেশ করে কৃষকদলের নেতা সরফরাজ হোসেন। দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময়ে সরফরাজের নেতৃত্বে ৩/৪ জন মন্টু গাছির ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা মন্টুর চোখের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। মন্টুর অবস্থা গুরুতর দেখে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
কৃষকদল নেতা সরফরাজকে গ্রেপ্তারে সম্ভাব্যস্থানে অভিযান চালানো হচ্ছে বলে ওসি জানান।
খুলনা গেজেট/ টিএ