খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

তাবলীগ জামায়াতের বিভেদ নিরসনে সচেতন ছাত্র সমাজের তিন প্রস্তাবনা

নিজস্ব প্রতি‌বেদক

তাবলীগ জামায়াতের অভ্যন্তরীণ বিভেদ নিরসনে তিন প্রস্তাবনা পেশ করেছে সচেতন ছাত্র সমাজ। রবিবার (১৯ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে দু’পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সচেতন ছাত্র সমাজ। এ সময় বিভেদ নিরসনে তিন প্রস্তাব বাস্তবায়নের আহবান জানানো হয়।

প্রস্তাবনাগুলো হলো- উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃংখলা বজায় রাকার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোন ধরণের উস্কানীমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্খিত হত্যাকান্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে বলা হয় এ দাবিগুলো দৃশ্যমান কোন পদক্ষেপ গৃহীত না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রনেতা আলিফ মোশাররফ। এসময় আরও উপস্থিত ছিলেন, রাশিদ তাজওয়ার, মেহেদী হাসান সাকিব, আরিফ মুশফিক রাগিব, সায়েম হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!