মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় গাঁজাসহ আটক যুবকের তিন মাসের কারাদন্ড

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ফরহাদ (২৭) নামে এক যুবককে আটক করেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধায় উপজেলার পানিগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। আটককৃত যুবক উক্ত গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত যুবকেকে মাদকদ্রব্য আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন