Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইবির সামাজিক বিজ্ঞান অনুষদে নয়া ডিনের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নয়া ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন। আজ শনিবার (১৪ই নভেম্বর) দুপুর ১২ টায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতির কার্যালয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদ্যবিদায়ী ডিন প্রফেসর ড. নাসিম বানুর সভাপতিত্বে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, ই.ই.ই. বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ডিন অধ্যাপক ড. নাসিম বানুর দায়িত্বের মেয়াদ শেষ হয়। আজ শনিবার ২য় ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন।

খুলনা গেজেট/কেএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন