মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব নগরীর এমএ বারি সড়কে সিএন্ডএফ ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাহমুদ আহসান টিটোর সভাপতিত্বে সভায় এডহক কমিটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি দল ও সিএন্ডএফ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী রবিবার (১২ জানুয়ারি) কাস্টমস হাউস মোংলার নতুন কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য মো. মাহমুদ আহসান টিটো’র নেতৃত্বে মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ৭ সদস্যের প্রতিনিধি দল মোংলায় যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা গেজেট/এমএম