খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

তেরখাদায় কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম

তেরখাদা প্রতিনিধি

তেরখাদার হাট-বাজারে বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে দামেও এসেছে স্বস্তি। গত নভেম্বর মাসের তুলনায় চলতি ডিসেম্বর মাসে প্রতিটি সবজির দাম কমপক্ষে ২০ থেকে ৪০ টাকা কমেছে। নভেম্বরে যে সকল সবজি খুচরা বাজারে ৮০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে সেসব এখন ৬০থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, গত সপ্তাহ থেকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ ব্যাপকভাবে বেড়েছে। এতে প্রতিটি সবজির দাম অনেকটা কমেছে। শীতকালীন আরও বিভিন্ন ধরনের সবজির পরিমাণ বাড়বে। এতে করে সামনের দিনগুলোতে সবজির দাম আরও কমবে বলে মনে করছেন সবজি ব্যবসায়ীরা। উপজেলা সদরের কাটেঙ্গা,জয়সেনা ও তেরখাদা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

উপজেলা সদরের বাসিন্দা কনস্টেবল মনির শেখ তিনি বলেন, কিছুদিন আগেও বাজারে বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন সহনীয় পর্যায়ে এসেছে। বাজারে এখন প্রতি কেজি সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা কমেছে। এদিকে পেঁয়াজের বাজারেও স্বস্তি ফিরতে শুরু করেছে,কমেছে দামও। এক-দেড় মাস আগে দেশি পেঁয়াজের কেজি ছিল ১৪০ থেকে ১৫০ টাকা, এখন কেজিতে ৯০ টাকার মতো কমেছে।
বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। এছাড়া রসুন বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়। বাজারে প্রতি কেজি বেগুন ৪০ টাকা, মুলা ২০-২৫ টাকা ও পটোল ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ২০ টাকা, পাতাকপি ১৫ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৩০-৪০ টাকা।

বাজারে মুরগির দামও অপরিবর্তিত দেখা গেছে। গত সপ্তাহের মতো প্রতি কেজি ব্রয়লার ১৭০ থেকে ১৮০ এবং সোনালি জাতের মুরগি ২৯০, লেয়ার ৩২০ ও দেশী মুরগি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। এছাড়া খাসির মাংস কেজি দরে এক হাজার ও গরুর মাংস ৭০০ টাকায় কিনতে হচ্ছে।

কাটেঙ্গা বাজারের খুচরা শাক বিক্রেতা সাজ্জাদুল শেখ বলেন,বাজারে বেশ কিছু দিন ধরে প্রচুর পরিমাণ সবজি উঠেছে। এতে করে দামও আগের তুলনায় অনেক কমেছে। প্রতিটি সবজিতেই ৩০ থেকে ৪০ টাকা কমেছে। এতে করে ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

আরেক বিক্রেতা আজিজুল ফকির বলেন, বাজারে পর্যাপ্ত শীতকালীম সবজি এসেছে। দামও আগের তুলনায় সব ধরনের সবজিতে অনেকটা কমেছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!