শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অন্য শিক্ষকরা মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানবন্ধন হয়। মানবন্ধনে শিক্ষকরা বিধান চন্দ্র ব্রহ্ম কর্তৃক স্কুলের ৪৫ লাখ টাকা আত্মসাত ও অনিয়ম-দুর্নীতির বিচার দাবী করেন।

এ সময় বক্তরা বলেন, ‘অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সম্প্রতি ভারতে আটক অবনী মোহন বসুর দোসর বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে আমরা আটজন শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করি। প্রধান শিক্ষক কর্তৃক প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনার সংবাদটি গত ২২ ও ২৩ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের বংশীয় এবং আপন খালাতো ভাই শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিক্ষক সুশান্ত কুমার ব্রহ্মকে মারপিট ও লাঞ্ছিত করেন। এ ছাড়া বর্তমানে প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম তাঁর সীমাহীন দুর্নীতি-অনিয়ম ও অসদাচরণের ঘটনা ধামাচাপা দিতে তার লোকজন দিয়ে আমাদের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। তাই আমরা জীবন বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছি।’

এ ব্যাপারে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমি স্কুলের কোন টাকা আত্মসাৎ করিনি।’

মানববন্ধনে বক্তব্য রাখেন কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক প্রভাত কুমার মজুমদার, মোঃ আতিয়ার রহমান, সুশান্ত কুমার ব্রহ্ম, অপূর্ব কুমার বিশ্বাস, স্মৃতি কণা মজুমদার, স্মৃতি ঘরামী ও আশিষ কুমার বিশ্বাস।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন