খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

লবণচরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

গেজেট ডেস্ক 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী বলেন, শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়নগুলো কাজ করে যাচ্ছে। সুন্দর সমাজ বির্নিমাণে নীতি নৈতিকতার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরী দক্ষিণ লবণচরা কার্যালয়ে লবণচরা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনস্বীকার্য। সেই লক্ষ্যে তৃণমূল শ্রমিকদের এক হয়ে কাজ করতে হবে। মালিক-শ্রমিক এক সাথে ভাই ভাই হিসেবে সুন্দর আচরণের মাধ্যমে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরী করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি ইসলামিক রাষ্ট্র ও ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমাণে কুরআনের আলোকে রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

থানা সভাপতি মু. সাখাওয়াত হোসেনের এর সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক সরদার আব্দুল ওয়াহীদ এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন লবণচরা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোজাফফর হোসেন, মহানগরী সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামসন।

এ সময় অন্যান্যের মধ্যে নুরুল ইসলাম, হাফেজ ইসমাইল হোসেন, জাহিদ সরদার, জহুরুল ইসলাম, সাইদুর রহমান, মাওলানা আশরাফুজ্জামান, সাইফুল ইসলাম, মোকাম্মেল হোসেন, রবিউল ইসলাম, জুলফিকার আলী, রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য মু. সাখাওয়াত হোসেনকে সভাপতি এবং সরদার আব্দুল ওয়াহীদকে সাধারণ সম্পাদক করে লবণচরা থানার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

প্রধান অতিথি আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার শ্রমিকদের অধিকার হরণ প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, যার ফলে জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতে পালিয়ে যেতে হয়েছে। জুলুমকারীকে আল্লাহ তা’আলা ভালোবাসেন না। বিগত সতেরো বছর শ্রমিকদের কোন কিছু দেয়নি বরং তাদের আন্দোলনকে প্রতিহত করতে ব্যস্ত ছিল। বাংলাদেশের মানুষের অধিকাংশই শ্রমজীবী, তাই এই শ্রমজীবী মানুষগুলোর শ্রমের মর্যাদা আদায়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে, শত বাঁধা উপেক্ষা করে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখছে ইসলামী দলগুলোকে নিয়ে। তারা চায় দেশের আগামী দিনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবে। আর তাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হলে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যেক নেতাকর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে উপজেলার শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে আহবান জানান তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!