খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক
  উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
  সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

ব্যাটিং নিয়ে সালাউদ্দিনের সঙ্গে কাজ করার কথা জানালেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্বটা পেয়েছিলেন লিটন দাস। তার নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। স্মরণীয় সিরিজ শেষেও ব্যক্তিগত পারফরম্যান্সে অস্বস্তি থেকেই গেছে উইকেটকিপার এই ব্যাটারের।

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট ব্যর্থ লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ খেলে লিটন করেছেন মোটে ১৪ রান। রানখরা থেকে বের হয়ে আসতে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করার কথাও জানালেন।

লিটন বলেন, ‘ব্যাটিংয়ে আমি চেষ্টা করছি। তিন ফরম্যাট খেলছি, লাগাতার একটু খারাপ চলে গেছে। আমি চেষ্টা করছি। সালাউদ্দিন স্যারের সাথে কাজ করছি। সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল। আমাদের অনেক সহায়তা করছেন। প্রত্যেক খেলোয়াড় স্যারের সাথে ফ্রি। স্যার খুব ছোট থেকে খেলোয়াড়দের চেনেন। ব্যাপারটা মানসিকভাবে আমাদের অনেক সহায়তা করছে। আমিও স্যারের সাথে কথা বলছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসতে পারব।’

সালাউদ্দিনকে নিয়ে লিটন আরও বলেন, ‘সব কোচিং স্টাফই অনেক ফ্রেন্ডলি। নতুন কোচও। উনি কখনও খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেন না। আমরা যেহেতু অনেক দিন ধরে খেলছি আমাদের ক্তহারও মূল্য আছে। এ জিনিসটা গ্রহণ করেন। সালাউদ্দিন স্যারের কথা যেটা বললাম, আমরা বেশিরভাগই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি। সবাইকে চেনে। আলোচনা ভালো হচ্ছে ড্রেসিংরুমে। স্যার খুবই ফ্রেন্ডলি মানুষ যার সাথে সব ধরণের কথা বলতে পারবেন। কেউ চাপে থাকলেও বের হয়ে আসতে পারে।’

সালাউদ্দিনের অধীনে সবাই ফ্রিলি কাজ করতে পারছেন দাবি লিটনের, ‘কিছু জিনিস তো চেঞ্জ হচ্ছে। স্যারের বার্তা, ফ্রি কথাবার্তাগুলো… স্যারকে কেউ না কেউ কোথাও না কোথাও পেয়েছে। একাডেমিতেও অনেকে প্র্যাকটিস করেছে। স্যার খুব ভালো জানে কে কি করতে পারে না পারে। উনার গাইডলাইন খুব ভালোভাবে নিচ্ছে। এটা পজিটিভ সাইন। ফ্রিলি কথা বলতে পারছি, ভুল ধরিয়ে দিচ্ছে।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!