বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বিদেশী পিস্তলসহ সোনাডাঙ্গা থানা এলাকার ত্রাস সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাড্ডি সাগর সোনাডাঙ্গা আবাসিক ৩য় ফেজ এলাকার শহীদুল ওরফে মহিউদ্দিনের ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম হাড্ডি সাগরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলনা গেজেটকে বলেন, হাড্ডি সাগর সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোনাডঙ্গা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর নগরীর চানমারী এলাকার ত্রাস আশিক বাহিনীর সদস্য। সে আশিক বাহিনীর সদস্য হিসেবে সোনাডাঙ্গা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করত। তার নামে সোনাডাঙ্গা থানায় ডাকাতিসহ ৩ টি মামলা রয়েছে ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন