খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচজন নিহত
  মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ থেকে পড়ে একজন নিহত, ছিনতাইয়ের পর ওপর থেকে ফেলে দেয়ার অভিযোগ
  রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে
  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

‘আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়’

গেজেট ডেস্ক 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, মহান আল্লাহ ইসলামের মধ্যে শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ নীতি দিয়েছেন। তবে আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকদের ঘাড়ে চড়ে ক্ষমতায় যায় অথচ শ্রমিকদের কোনো উন্নয়ন হয় না। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে খুলনা মহানগরীর ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার (মিনাক্ষী মোড়) হল রুমে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

তিনি আরও বলেন, আমাদের সমাজে শ্রমিকরা আমাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করে, কিন্তু নিজেরাই সেই ঘর নির্মাণের সুযোগ পান না। শ্রমিকদের জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। কারণ সৎ নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি শ্রমিকদের অধিকার, দায়িত্ব এবং সমাজের উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সম্মেলনে শ্রমিকদের জন্য একটি সুন্দর, ন্যায্য এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগরীর উপদেষ্টা এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসূল, অঞ্চল টিম সদস্য আল ফিদা, আজিজুর রহমান, ব্যবসায়ী থানা উপদেষ্টা আজিজুর রহমান স্বপন, খালিশপুর থানা উপদেষ্টা আব্দুল আওয়াল, এডভোকেট জাকিরুল ইসলাম, মুনসুর আলী, দৌলতপুর থানা উপদেষ্টা মুশাররফ আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, আড়ংঘাটা থানা সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর রহমান, নব-নির্বাচিত দৌলতপুর প্রেস-বেলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক হাওলাদার।

এছাড়া শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল কাদের হাওলাদার, দবির উদ্দীন মোল্লা, হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম-১, মাছুম বিল্লাহ, আলী হায়দার, মাওলানা শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম-২, বুলবুল কবীর, আব্দুল বারেক, মাওলানা সাইফুল ইসলাম, বদরুর রশীদ মিন্টু, শিহাবুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে আজিজুল ইসলাম ফারাজীকে সভাপতি এবং ডা. সাইফুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর আগামী ২০২৫-২৬ সেশনের জন্য ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

প্রধান বক্তা এডভোকেট আতিকুর রহমান বলেন, সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সর্বপ্রথম শ্রমজীবী মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। দেশের দুই তৃতীয়াংশ মানুষ সরাসরি শ্রমজীবী। সুতরাং ততদিন পর্যন্ত বাংলাদেশ একটি কাঙ্খিত সুখি সমৃদ্ধ দেশে পরিণত হবে না যতদিন না এদেশের মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। প্রচলিত শ্রম ব্যবস্থায় এদেশের লাখো কোটি শ্রমজীবীকে শোষণ করা হচ্ছে। শ্রমিকের রক্তঘামের বদৌলতে একশ্রেণীর মানুষের ভাগ্যের চাঁকা ঘুড়ে গেলেও শ্রমজীবী মানুষদের কোন পরিবর্তন সাধিত হয়নি। এই কথা আজ দিবালোকের মত স্পষ্ট প্রচলিত সকল শ্রমনীতি শ্রমজীবী মানুষদের শোষণ-নিপীড়ন ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তাই আজ বঞ্চিত শ্রমিকের অধিকার আদায়ের জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আর কোন পথ নেই।

বিশেষ অতিথি অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রচলিত শ্রমনীতির বিপরীতে আল্লাহ ও রাসূল (সা.) অনুসৃত শ্রমনীতি বাস্তবায়নের মিশনে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেশের সাধারণ শ্রমজীবী মানুষদের বুঝাতে সক্ষম হয়েছি ইসলামী শ্রমনীতিতে তাদের কল্যাণ নিহিত রয়েছে। তাই আজ দেশের কোটি কোটি শ্রমজীবী শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে দলে দলে শামিল হচ্ছে। সাধারণ শ্রমজীবী মানুষের এই জনস্রোত ইসলামী শ্রমনীতিকে বিজয়ের কাঙ্খিত মনজিলে পৌঁছে দিবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!