সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলবাড়ীগেটে মাস্ক না পরায় মোবাইল কোর্টের অভিযান

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর ফুলবাড়ীগেট ও শিরোমণিতে বৃহস্পতিবার ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৫ জনকে অর্থদন্ড ও ৬ জনকে আটক করে। করোনাভাইরাস সংক্রমণে সম্ভাব্য দ্বিতীয় ওয়েব মোকাবিলার প্রস্তুতি হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা জেলা প্রসাশক মোঃ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলীর তত্বাবধানে নগরীর ফুলবাড়ীগেট ও শিরোমণি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম ও দেবাশিষ বসাক। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক সঙ্গে না থাকায় ১৫ জনকে অর্থদন্ড এবং ৬ জনকে আটক করা হয়। সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এ সকল জরিমানা ও আটক করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন