ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ দল। তিন হারে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। সেই হতাশা কাটিয়ে লিটন দাসের দল টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মুখোমুখি হতে যাচ্ছে। আগামীকাল (রোববার) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। যেখানে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে।
যদিও সেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বিশ্বকাপে রানখরা দেখা গিয়েছিল। তবে টাইগার অধিনায়ক লিটন মনে করছেন এবারের উইকেট ভিন্ন। ম্যাচের আগেরদিন বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি বলেছেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।’
ম্যাচের আগেরদিন অবশ্য মাঠের অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। কেননা সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠেই নামতে পারেননি মাঠে। ফলে অনুশীলন না করেই মেহেদি-লিটনদের টিম হোটেলে ফিরতে হয়েছে। তবে অধিনায়ক লিটনের আশা খেলার মধ্যে রয়েছেন ক্রিকেটাররা, যে কারণে খুব একটা সমস্যা দেখছেন না।
ধবলধোলাই– তবে টি-টোয়েন্টি সিরিজ জেতার পরিকল্পনা করছেন লিটন। একইসঙ্গে তিনি কঠিন বাস্তবতাও স্বীকার করলেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।’
আগামীকাল সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ভোর ৬টায়। নাজমুল হোসেন শান্ত’র অনুপস্থিতিতে আগের দুই ফরম্যাটের নেতৃত্বে মেহেদি মিরাজ থাকলেও, টি-টোয়েন্টির নেতৃত্ব দেবেন লিটন। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। সিরিজে নেই মুস্তাফিজ-শরিফুলরা। এ ছাড়া টি-টোয়েন্টিতে ফিরেছেন শামীম পাটোয়ারী ও আফিফ হোসেনরা।
খুলনা গেজেট/এনএম