খুলনা, বাংলাদেশ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৪

ভাঙ্গনের কবলে মোংলা খেয়াঘাট ঝুঁকি নিয়ে পার হচ্ছে যাত্রীরা

মোংলা প্রতিনিধি

নদী ভাঙ্গনের কবলে পরেছে মোংলা শহরের আশা যাওয়ার একমাত্র খেয়াঘাটি। যানবাহন ও জনসাধারণ চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে এ ঘাটটি। বেহাল এ খেয়াঘাট দিয়ে প্রতিদিন শত-শত মানুষ চরম ঝুঁকি নিয়ে পারাপার করছেন । সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ায় খেয়াঘাটটিতে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় স্থানীয়দের। দ্রুত সময়ের ভিতর সংস্কারের মাধ্যমে এ ঘাটটি পারাপারের উপযোগী করার দাবি স্থানীদের।

মোংলা উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেয়াঘাট হচ্ছে মামারঘাট খেয়াঘাট। এ ঘাটটি বাস ষ্টান্ড, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা ইপিজেডসহ কর্মজীবীদের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার সরেজমিনে পৌর শহরের মামার ঘাটের খেয়াঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটটির অবস্থা খুবই খারাপ। নদী ভাঙনের কারণে ঘাটে যাওয়ার রাস্তাটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীতে ওয়াপদা রাস্তার তিন ভাগের দুই ভাগ ভেঙে গেছে। অবশিষ্ট যে অংশ আছে, তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ, মোটরসাইকেল ও ভ্যান খেয়ার ট্রলারে উঠছে।

তা ছাড়া সরু রাস্তার ওপর দিয়ে খেয়া ট্রলারে উঠতে গিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, কিশোর, গুরুতর অসুস্থ রোগী, মোটরসাইকেল চালক ও ভ্যান চালকদের। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা।

খেয়া পার হতে যাত্রীরা বলেন, সরকার এখান থেকে প্রতিবছর রাজস্ব আয় করে থাকে। ঘাটটির উন্নয়নে কারও মাথাব্যথা নেই। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে নদীপার হয়। দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

ঘাট পারাপার মাঝি মাল্লা সমিতির সভাপতি বেল্লাল হোসেন বলেন, প্রতিদিন এ খেয়াঘাট দিয়ে শত শত মানুষ পার হয়। ঘাটটির অবস্থা খুবই নাজুক। ঘাটটি পার হওয়ার সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক আফিয়া শারমিন বলেন, খেয়া ঘাটটির অবস্থা খুবই খারাপ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!