খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সাড়ে ৩ ঘণ্টা পর সচল হল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ
  ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৪৪ জন

মোরেলগঞ্জে নারীসহ ৪ মাদকসেবি আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবককে ৬ মাস করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, পৌরসভার বারইখালী গ্রামের সালমান মুন্সি (২০), জিউধরা গ্রামের সুমন গাজী (২৭) ও গুলিশাখালী গ্রামের নজরুল গাজী (৩০)। শনিবার রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এদেরকে কারাদন্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এর আগে স্থানীয় সেনাক্যাম্পের একটি টহল দল বয়রাতলা এলাকা থেকে ওই তিন যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তোলেন। এ ছাড়াও সেনাবাহিনীর টহল দল বয়রাতলা এলাকার লুইজা রহমান টুম্পা (৩৪) নামে এক নারীকে ফেন্সিডিলসহ আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত ৩ যুবক ও ফেন্সিডিলসহ আটক নারীকে রবিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!