মোংলায় বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে দিগরাজ বাজার কেন্দ্রীয় মন্দির মাঠে এই সমাবেশ অনুষ্ঠত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা পংকজ বিশ্বাস।
ইসকন ইস্যুতে আয়োজিত এ সমাবেশে বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ এ সমাবেশে অংশ নেন।
প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল চন্দ্র রায়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা ইসকন ইস্যুতে নানা ষড়যন্ত্র মোকাবেলা এবং যাতে এ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে কোন বিভেদ তৈরি না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। একইসঙ্গে দলমত নির্বিশেষে সাম্পদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
খুলনা গেজেট/এমএম