খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

নগর শ্রিরামপুরের রাস্তার উদ্বোধন, যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার নগরশ্রীরামপুরস্থ বায়তুল মামুর জামে মসজিদ ও ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদের সংযোগ সড়কের শুভ উদ্বোধন করলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটি উদ্বোধন করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানা বিএনপির সভাপতি ডা: আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শামছুল আলম পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি এইচ,এম শফিউল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুস্তাফিজুর রহমান পারভেজ, দীপ্ত নিউজ২৪.কম এর সম্পাদক শেখ দীন মাহমুদ, তপন পাল, প্রবীর জয়সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও স্থানীয় সূধীমহল।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের পরিকল্পনা ও উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব’র কারিগরি সহায়তায় উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে বাস্তবায়ন হয়।

উল্লেখ্য, সড়ক সম্মুখে বায়তুল মামুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার ছাড়াও সেখানে স্থাপিত হয়েছে, আফাজ উদ্দিন ট্রাস্ট, ইশরা একাডেমি, জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। মসজিদ ভিত্তিক দেশের ব্যতিক্রমী এ প্রতিষ্ঠানগুলো সুতকাগার হিসেবে রয়েছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয়রা জানান, সুন্দরবন উপকূলীয় জনপদের

তৃণমূলে মসজিদ ভিত্তিক একাধিক দাতব্য প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলেও সেগুলোর সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা ছিলনা। ব্যক্তি সম্পত্তির উপর দিয়ে গড়ে ওঠা সড়কটি নির্মিত হওয়ায় সেখানে বসবাসরত গ্রামবাসীদের যাতায়াতের পথও সুগম হল। এজন্য তারা মহান
আল্লাহর প্রতি সুকরিয়া ও সাংবাদিক নেতা ও সমাজসেবক আনোয়ার আলদীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!